মোহনবাগান সমর্থক সুরজিৎ সেন (বলু) কলম ধরলেন বিশ্ব কাপ এর জন্যে।

 

*বলুর চোখে বিশ্বকাপ।*⚽🏆

আজকের পর্ব গ্রূপ 🅰️
দল- নেদারল্যান্ডস, সেনেগাল,কাতার, ইকুয়েডর।।

*নেদারল্যান্ডস*🇳🇱
কোচ – লুই ফান গাল
ফর্মেশন- 3-5-2
ডাচ দের গোলে থাকবে ৩৯ বছরের রেমকো পাসভির
ডিফেন্স এ প্রধান ভরসা ভার্জিল ভান ডাইক ও ডে লিট,এছাড়াও আছে নাথান একে,দে ভৃজ,ব্লাইন্ড,মালাশিয়া রা।।
মাঝমাঠে প্রধান ভরসা ফ্রাঙ্কই দে জং তার সাথে থাকবেন ক্লাসেন,ডামফ্রিস,বারগুইস।।
তবে ফরোয়ার্ড এ তেমন ভেদ শক্তি নেই ডাচ দের , মেমপিস ডিপের দিকে তাকিয়ে থাকতে হবে সঙ্গে থাকবেন লুক দে জং,গ্যাকপো, বার্গউইন রা।।

*সেনেগাল*🇸🇳
কোচ – আলিউ সিসে
ফর্মেশন-4-2-3-1
গোলে থাকবেন দলের অন্যতম প্রধান ভরসা ও তারকা গোলকিপার এডওয়ার্ড মেন্ডি
ডিফেন্স এ আছেন কৌলিবালি,সাবালি,জ্যাকবস,দিয়ালো এর মতো চেনা মুখ।।
মাঝমাঠে ভরসা দেবেন গানা গুয়ে,পাপা গুয়ে,কুয়াতে,পাপে সার রা।।
আক্রমন ভাগে প্রধান দায়িত্ব সাদিও মানের উপর কিন্তু তাকে কতটা ফিট অবস্থায় পাওয়া যাবে সেটা সময় বলবে,নাহলে ইসমাইলা সার,ন-দিয়া,জ্যাকসন এর দিকে তাকিয়ে থাকতে হবে সেনেগাল কে

*কাতার*🇶🇦
কোচ – ফেলিক্স সানচেজ
ফর্মেশন – 4-4-2/5-3-2
এবারের আয়োজক দেশ কাতার,ঘরের মাঠের খেলার সুবিধে থাকবে এই দলের সাথে,QATAR STARS LEAGUE এর আল সাদের ১৩ জন ফুটবলার আছেন এইদলে
গোলে থাকবেন বার্সহম
ডিফেন্স এ ভরসা দেবেন বাসাম,ইসমাইল মোহাম্মদ,ফাদলাল্লা,তারেক সালমান।।
মাঝমাঠে প্রধান ভরসা হাসান-আল-হাইদোস, সঙ্গে চোখ থাকবে আসাদাল্লা,এলামিন,ওয়াদ দের উপর
আক্রমন ভাগে প্রধান ভরসা আলময়েজ আলি, সঙ্গে চোখ রাখতে হবে মুনতারি,আক্রম আফিফ দের উপর।।

*ইকুয়েডর*🇪🇨
কোচ – গুস্তাভো আলফারো
ফর্মেশন- 4-2-3-1
গোল এ থাকবেন ডমিনগুয়েজ, রক্ষণ এ প্রধান মুখ ব্রাইটনের এস্তুপিনান,সঙ্গে থাকবেন জ্যাকসন,তোরেস,হীনকাপাই
মাঝমাঠে প্রধান ভরসা ব্রাইটন এর আরেক ফুটবলার সাইসিডো,সঙ্গে ভরসা দেবেন ফ্রাঙ্কো,মেনা,রিয়াসকো রা
আক্রমন ভাগে আছেন দলের প্রধান ভরসা এনার ভ্যালেন্সিয়া গোল করার জন্য এনার দিকেই তাকিয়ে থাকবে দল,সঙ্গে থাকবেন ইবারা,এস্ট্রেডা,প্রিসাইডো রা

আপাতত ভাবে সবাই ভাবছেন এই গ্রূপ থেকে পরের রাউন্ড যাবে নেদারল্যান্ডস আর সেনেগাল কিন্তু মানে যদি না থাকে সেটা বিশাল বড় ধাক্কা সেনেগালের জন্য আর ঘরের মাঠে কাতার কিন্তু উজ্জ্বীবিত ফুটবল খেলে পরের রাউন্ডে যেতে পারে আমার বাজি নেদারল্যান্ডস আর কাতার।।

 

 

– সুরজিৎ সেন (বলু) এর কলম থেকে।