আজকে থাকছে গ্রুপ 🅱️ 🏆⚽
টিম- ইংল্যান্ড, ইরান, ওয়েলস,আমেরিকা।।

ইংল্যান্ড🇽🇪
কোচ-গ্যারেথ সাউথগেট।।
ফর্মেশন- 3-5-2 / 3-4-3
ব্রিটিশদের দুর্গ সামলানোর দায়িত্বে থাকবেন হয়তো জর্ডন পিকফোর্ড,এছাড়া নিক পোপ বা রামসদালেও আছেন
ডিফেন্স এ রাইট ব্যাক জেমসের না থাকাটা একটা বড় ধাক্কা,কাইল ওয়াকার ও পুরো ফিট নন কিন্তু যারা আছেন তারা কেউ কম যান না। আর্নল্ড,মাগুয়ার,এরিক ডায়ার,ট্রিপিয়ার,জন স্টোনরা থাকবেন রক্ষণভাগে।।
মাঝমাঠেও তারকা ভর্তি ইংল্যান্ড দলে।রাইস,ফিলিপস,হ্যান্ডারসন,মাউন্ট,বেলিংহ্যাম রা আছেন।।
আক্রমন ভাগে প্রধান ভরসা অধিনায়ক হ্যারি কেন,তাকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য আছেন গ্রিলিস, ফোডেন, সাকা,রাশফোর্ড,স্টারলিং রা।।
এই বিশ্বকাপ জেতার প্রবল দাবিদার এই ইংল্যান্ড দল,প্ৰথম এগারো বাছতে কালঘুম ছুটবে কোচ সাউথগেটের।

আমেরিকা🇺🇸
কোচ – গ্রেগ বেরহালটার
ফর্মেশন – 4-2-3-1/4-3-3
গোলে থাকবেন ম্যাট টার্নার,এছাড়াও আছেন জনসন আর হোরভাত
ডিফেন্স এ ভরসার মুখ সার্জিনো ডেস্ট,রবিনসন সঙ্গে আছেন ইয়েডলিন,জিমারম্যান,লং এর মতো খেলোয়াড়রা।।
মাঝমাঠে প্রধান ভরসা টেলর আড্যামস,ম্যাকেনির উপর সঙ্গে আছেন এরনসন, মুসা,একোস্তা রা।।
আক্রমন ভাগে এই দলের প্রধান ভরসা চেলসি তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচ এর উপর নজর থাকবে রেইনা,ফেরারা,সার্জেন্ট দের উপরও

ওয়েলস 🇽🇼
কোচ – রবার্ট পেজ
ফর্মেশন – 3-5-2
এই দলে তেকাঠির তলায় প্রধান ভরসা ওয়েন হেনসে,সঙ্গে আছেন ডেভিস,ড্যানি ওয়ার্ড
ডিফেন্স এর প্রধান ভরসা বেন ডেভিস,জো রন্ডন,আমপাদু,ক্রিস ম্রেফাম,নিকো উইলিয়ামস রা।।
মাঝমাঠে দায়িত্বে থাকবেন বহু যুদ্ধের নায়ক রামসে,কিন্তু বাকি কেউই তেমন ভরসা যোগ্য নন,চোখ রাখতে হবে জো আলেন,জনাথান উইলিয়ামস দের উপর
আক্রমন ভাগে আছেন প্রাক্তন রিয়েল মাদ্রিদ প্লেয়ার গ্যারেথ বেল,তার উপরই গোল মুখ খোলার আসল দায়িত্ব থাকবে তাকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য আছেন জেমস,জনসন,মুরে এর মতো চেনা মুখ।

ইরান 🇮🇷
কোচ – কার্লোস কুইরেজ
ফর্মেশন – 4-1-4-1 / 4-1-3-2
গোলে থাকবেন পার্সেপোলিশ এর বেরাইনভান্ড,তিনি প্রধান ভরসা।।
ডিফেন্স এ প্রধান দায়িত্বে থাকবেন আল-আহলির এর দুই স্তম্ভ কানানি,খালিজাদে ,সঙ্গে আছেন মোহারামি,মোহাম্মদী,হাজী সাফি রা।।
মাঝমাঠে ইরানের প্রধান অস্ত্র সামন ঘোদ্দস, এছাড়াও আলী কারিমি,আলী ঘোলিজাদে,দাহিদ আমিরী,নৌরালাহী রা আছেন।।
আক্রমন ভাগে প্রধান ভরসা FC PORTO এর মেহেদী তারেমি যোগ্যতা নির্ণায়ক ম্যাচ গুলিতে প্রতিটা ম্যাচ এ গোল আছে তারেমির , চোখ রাখতে হবে জাহানবাকস,আজমউন,করিম আনসারিফাদের দিকেও

সব মিলিয়ে এই গ্রূপ থেকে অবশ্যই সেরা দল ইংল্যান্ড, কিন্ত UEFA NATIONS CUP এ শেষ ৬ ম্যাচ জয় পায়নি এই দল,নিজেদের নামের প্রতি সুবিচার করতেই হবে সাউথগেটের ছেলেদের সঙ্গে হয়তো পরের রাউন্ডে যাবে আমেরিকা বা ওয়েলস কিন্তু ইরান ও একটা অঘটন ঘটাতেই পারে,ফুটবল এ সব সম্ভব দেখা যাক কারা যায় পরের রাউন্ডে!!
আপনাদের কি মনে হয় এই গ্রুপ থেকে কোন দুই দল যাবে পরের রাউন্ডে!

 

কলম – সুরজিৎ সেন (বলু)