ফিরে এলাম গ্রুপ *C* নিয়ে 🏆⚽
টিম – আর্জেন্টিনা,সৌদি-আরব,মেক্সিকো, পোল্যান্ড।।

মেক্সিকো 🇲🇽
কোচ – জেরার্ডো মার্টিনো
ফর্মেশন – 4-3-3
মেক্সিকোর গোলে এবারও প্রধান ভরসা গুইলেরমো ওচোয়া। এছাড়াও আছেন তালাভেরা, কোটা।।
রক্ষণভাগে নেতৃত্ব দেবেন সেজার মন্তেস,সঙ্গে থাকবেন আয়ুর্য,হেক্টর মরেনো,গালারদো,আর্টেগা।।
মাঝমাঠ এ প্রধান ভরসা রিয়াল বেতিস এর গুয়ার্দাদো,সঙ্গে আছেন হেক্টর হেরেরা,এডসন আলভারেজ,রদ্রিগেজ এর মতো ফুটবলাররা।।
আক্রমন ভাগে রাউল জিমিনেজ কে অবশ্যই বাড়তি দায়িত্ব নিতে হবে,নেপোলির হারভিং লোজানো আছেন দারুন ফর্মে তাদের দিকে গোলের জন্য তাকিয়ে থাকবে তাদের দেশ,কার্লোস অন্তুনা, ফুনেস মোরী,ভেগা,আলভারাডো রাও আছেন সঙ্গে।।

আর্জেন্টিনা🇦🇷
কোচ – লিওলেন স্কালোনী
ফর্মেশন – 4-4-2/4-2-3-1
আর্জেন্টিনার তেকাঠির নীচে বড় ভরসা ইমিলিয়ানো মার্টিনেজ,সঙ্গে আছেন আর্মানী,রুল্লি
রক্ষণ ভাগে নেতৃত্ব দেবেন ম্যানচেস্টার উইনাইটেড এর তারকা ডিফেন্ডার লিসনার্দো মার্টিনেজ,সঙ্গে থাকবেন রোমেরো,ওটামেন্ডি,আকুনা,মোলিনা,মনিটেল দের মতো তারকা ডিফেন্ডার রা।।
মাঝমাঠে আর্জেন্টাইন দের বড় ভরসা দে পল,পারাদেস সঙ্গে মার্ক এলিস্টার, ডিবালা,পালাসিওস রা আছেন
আক্রমণ ভাগের নেতৃত্বে যিনি থাকবেন তিনি এই দলের নেতা তার জন্যই এই দল চাইছে এবার বিশ্বকাপ জিততে হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ সেই লিও মেসির দিকে তাকিয়ে গোটা দেশ তার সাথে আছেন ডি মারিয়া,পাপু গোমেজ,লাউটারো মার্টিনেজ,আলভারেজ, কোরেয়া রা

সৌদি আরব🇸🇦
কোচ – হার্ভে রেনার্ড।।
ফর্মেশন – 4-2-3-1
গোলরক্ষক হিসাবে দায়িত্ব সামলাবেন মোহাম্মদ আল ওয়াইস সঙ্গে আছেন আলা কুইদি,আল-রুবাই
ডিফেন্স এর মূল ভরসা আল-আমরী, আল-দাওসারি সঙ্গে আছেন
আব্দুল-হামিদ,আল-বোলাহি,আল-ঘানাম,আলতামব্যক্তি,
মাঝমাঠের মূল ভরসা সালমান আল-ফারাজ,সারাহিল্লি সঙ্গে আছেন আল-আবিদ,আল-মালকি,নাজেই, আলী আল-হাসান রা।।
আক্রমনে টিমের প্রধান ভরসা সালাম আল-দায়সারি,বাবহির,বুরাইকান রা।।
এই টিমে আল-হিলাল দলের ১২ জন ফুটবলার আছেন,যারা সারাবছর একসাথেই খেলেন।।

পোল্যান্ড🇵🇱
কোচ – চেজলো মিসনিউইজ
ফর্মেশন – 4-3-1-2/4-1-4-1
গোলে থাকবেন পোল্যান্ডের দীর্ঘদিন এর গোলরক্ষক সেজনি, সঙ্গে আছেন গাবারা, সকরূপস্কি।।
ডিফেন্স এ দলের প্রধান ভরসা ক্যাশ,গ্লিক,বেদনারেক,বেরেসনস্কি, সঙ্গে আছেন গুমি,উইটেস্কা।।
মাঝমাঠে পোল্যান্ড এর বড় ভরসা নাপোলির জিলেনস্কি আর রোমার জালেওস্কি,সঙ্গে আছেন বেলিক,ক্রাইচোওয়াক,সীমানস্কি,কিউইয়ার রা।।
আক্রমন ভাগে থাকবেন দলের অধিনায়ক ও পোল্যান্ডের সব থেকে বড় ভরসা লেয়ানডস্কি,তার উপরেই নির্ভর করবে এই বিশ্বকাপে পোল্যান্ড কতদূর যেতে পারবে,সঙ্গে অবশ্যই মিলিক,কামিনস্কি,পাইটেক দের বাড়তি দায়িত্ব নিতে হবে।।

অব্যশই এই গ্রুপ থেকে আর্জেন্টিনা স্বাভাবিক ভাবে ফেভারিট শুধু তাই নয় এই বিশ্বকাপ জেতার অন্যতম প্রবল দাবিদার তাই আমার মনে হয় আর্জেন্টিনা আর মেক্সিকো পরের রাউন্ডে যাবে,তবে পোল্যান্ড অঘটন ঘটালেও ঘটাতে পারে,ফুটবল তো অঘটনের খেলা,হয়তো দেখা গেল পোল্যান্ড আর মেক্সিকো গেল পরের রাউন্ডে।।

 

কলমে সুরজিৎ সেন (বলু)