Fan Speaks : Poem of Abhijit Ray

বিজয় সূর্য উঠেছে আকাশে
সরিয়ে রাতের কালোকে
সব উচ্ছ্বাস ঝলমল করে
সবুজ মেরুন আলোকে

আনন্দে নাচে ময়দান আর
ভিক্টোরিয়ার পরী
স্বর্ণলঙ্কা জয় করে তীরে
ভিড়েছে সোনার তরী

প্রতিপক্ষরা যদিও ছুঁড়েছে
গোলাগুলি,জেট,মিগ
সবুজ মেরুন বোমারু ব্রিগেড
এনে দিল আই লিগ

অকাল হোলিতে চারিদিকে দেখি
সবুজ মেরুন ছেয়ে
ইতিহাস বুঝি কথা বলে ওঠে
শতক সরণী বেয়ে