বিজয় সূর্য উঠেছে আকাশে
সরিয়ে রাতের কালোকে
সব উচ্ছ্বাস ঝলমল করে
সবুজ মেরুন আলোকে
আনন্দে নাচে ময়দান আর
ভিক্টোরিয়ার পরী
স্বর্ণলঙ্কা জয় করে তীরে
ভিড়েছে সোনার তরী
প্রতিপক্ষরা যদিও ছুঁড়েছে
গোলাগুলি,জেট,মিগ
সবুজ মেরুন বোমারু ব্রিগেড
এনে দিল আই লিগ
অকাল হোলিতে চারিদিকে দেখি
সবুজ মেরুন ছেয়ে
ইতিহাস বুঝি কথা বলে ওঠে
শতক সরণী বেয়ে